16th May Best Current affairs in Bengali [2020] :বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে চলুন দেখে নিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ current affairs গুলি ।
যেগুলি আমাদের আসন্ন চাকরীর পরীক্ষার জন্য খুব ই কাজে আসবে।
Read : Daily Current affairs in Bengali provide you daily basis current affairs for Wbcs, SSC, psc, and upcoming examination .
Q.1. কারা অনলাইনে একটি গেম চালু করেছে যার নাম [Hateful memes Challenge] হেটফুল মেম চ্যালেঞ্জ ?
a. Google
b. Facebook [✓]
c. Twitter
d. None of these
Q.2. সেন্সর বেসড সার্ভিস ডেলিভারি মনিটরিং সিস্টেম এর বাস্তবায়ন করার কথা ঘোষণা করেছে কোন রাজ্য সরকার ?
a. Rajasthan
b. Maharashtra
c. Gujarat [✓]
d. None of these
Q.3. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালন করা হয়?
a. 14 May
b. 13 May
c. 15 May [✓]
d. None of these
Q.4. ইউরোপের কোন দেশ প্রথম কোরোনা ভাইরাস মুক্ত হয়েছে ?
a. Italy
b. Slovenia [✓]
c. Spain
d. None of these
Q.5. সম্প্রতি প্রয়াত সাই গুনদেবর একজন বিখ্যাত …. ?
a. Author
b. Film Actor [✓]
c. Journalist
d. None of these
Q.6. World Economic Situation and Prospects রিপোর্ট কে প্রকাশ করেন ?
a. United Nations [✓]
b. World Bank
c. WEF
d. None of these
Q.7. সম্প্রতি করোনা ভাইরাস মোকাবেলায় COBAS 6800 টেস্টিং মেশিন দেশের কাজে কে সমর্পন করলেন ?
a. Ramanath Kovind
b. Narendra Modi
c. Dr. Harsh Vardhan Singh [✓]
d. None of these
Q.8. সম্প্রতি কোন রাজ্যসরকার “মাটির সৃষ্টি” স্কিম চালু করেছে ?
a. Rajasthan
b. West Bengal [✓]
c. Haryana
d. None of these
Q.9.সম্প্রতি রোওবার্টও আজিভেদ কোন অর্গানাইজেশন এর প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন?
a. UNDP
b. ILO
c. WTO (World Trade Organization) [✓]
d. None of these
Q.10. সম্প্রতি কাকে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান খেলরত্ন পুরস্কারে মনোনীত করা হয়েছে ?
a. PV Sindhu
b. Anjum Moudgil [✓]
c. Sania Mirza
d. None of these
Q.11. সম্প্রতি কোন সংস্থা ১ বিলিয়ন মার্কিন ডলার সোশ্যাল সিকিউরিটির প্যাকেজ ভারতের জন্যে ঘোষণা করেছে ?
a. World Bank [✓]
b. ADB (Asian Development Bank)
c. UN (United Nations)
d. NDB (New Development Bank)
Q.12. সম্প্রতি মানিগ্রাম [money Gram]কোন ব্যাংক এর সাথে যুক্ত হয়েছে ?
a. HDFC Bank
b. Federal Bank [✓]
c. ICICI Bank
d. None of these
Q.13. বিগত চার দশক এর মধ্যে , কোন দেশের কার্বন উৎপাদন হার হ্রাস পেয়েছে ?
a. China
b. USA
c. India [✓]
d. None of these
Q.14.সম্প্রতি G20 ভার্চুয়াল ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট মিনিস্ট্রিয়াল মিটিং এর সভাপতিত্ব কে করেন ?
a. Italy
b. Saudi Arabia [✓]
c. India
d. None of these
Q.15.সম্প্রতি কে পাকিস্তান ODI ক্রিকেট টিম এর ক্যাপ্টেন হয়েছে ?
a. Fawad Alam
b. Babar Azam [✓]
c. Bilal Asif
d. None of these
Best Current Affairs in Bengali সেকসন টি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরও দেখুন
nice post.
Pingback: 17th May Best Current affairs in Bengali [2020] - Gkbangla