4 May 2020 Best current affairs in Bengali (pdf) :বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে দেখে নিই দিনের সবচেয়ে সেরা গুরুত্বপূর্ণ current affairs গুলি ।
যেগুলি আমাদের আসন্ন চাকরীর জন্য খুব ই কাজে লাগবে।
Current affairs in Bengali provide you daily basis current affairs for Wbcs, SSC, psc, and upcoming examination.
Q.1. সম্প্রতি কবে “World Press Freedom Day” পালন করা হয় ?
a. 01 May
b. 03 May [✓]
c. 02 May
d. None of these
NOTE-World Press Freedom Day United Nations General Assembly ১৯৯৩ সাল থেকে প্রতি বছর 03 May দিনটিকে World Press Freedom Day হিসেবে পালনের কথা ঘোষণা করে। # World Press Freedom Day 2020 theme হল-jornalism without Fear or Favour
Q.2 সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত রকমের সরকারি বাহন যেমন জিপ, গাড়ি ইত্যাদি কেনা নিষিদ্ধ করেছে একবছরের জন্য ?
a. Rajasthan
b. Haryana [✓]
c. Uttar Pradesh
d. None of these
রাজ্য - Haryana রাজধানী- CHANDIGARH মুখ্যমন্ত্রী -Manohar Lal khattar রাজ্যপাল-Satyadev Narayan Arya
Q.3. সম্প্রতি RBI কোন ব্যাংক এর লাইসেন্স বাতিল করেছে ?
a. Karnataka Vikas Bank
b. CKP Bank [✓]
c. Uco Bank
d. None of these
Q.4. সাম্প্রতিক একটি বই যার নাম ‘Shivaji in South Block: The Unknown History of a Proud People’ কোন রাজ্যের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারি ?
a. Rajasthan
b. Maharashtra [✓]
c. Gujarat
d. None of these
রাজ্য - Maharashtra রাজধানী -Mumbai মুখ্যমন্ত্রী - Uddhav thakre রাজ্যপাল- vagat singh koshiyari
Q.5.সাম্প্রতিক প্রয়াত আর ভি স্মিথ একজন বিখ্যাত –
a. Journalist
b. Author [✓]
c. Singer
d. None of these
Q.6. সাম্প্রতিক কোন দেশ স্বাস্থ্যকর্মীদের ভিসার মেয়াদ এক বছরের জন্য বর্ধিত করেছে ?
a. Britain [✓]
b. Singapore
c. America
d. None of these
Q.7. সম্প্রতি Director of NTPC পদে কাকে নিয়োগ করা হয়েছে ?
a. Vishwajeet Joshi
b. Prathamesh Mittal
c. Ramesh Babu [✓]
d. None of these
Q.8 . সাম্প্রতিক কোন সংস্থা ঘোষণা করেছে যে কোভিড -১৯ এর ফলে বিশ্বের অর্ধেক শ্রমিক তাদের জীবিকা হারাবে ?
a. World Bank
b. ILO(International Labour Organization) [✓]
c. United Nations
d. None of these
ILO(International Labour Organization) প্রতিষ্ঠা- ২৯ শে অক্টোবর ১৯১৯ সালে সদর দপ্তর - জেনেভা Director General- Guy Ryder
Q.9. নিউজিল্যান্ডের শ্রেষ্ঠ ODI ক্রিকেটার হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?
a. Stephen Fleming
b. Ross Taylor
c. Kane Williamson [✓]
d. None of these
2020শ্রেষ্ঠ T-20 ক্রিকেটার-Ross Taylor রিচার্ড হেডলি পুরস্কার -Ross Taylor 2020শ্রেষ্ঠ T-20 মহিলা ক্রিকেটার-সুফি ডেবিন 2020শ্রেষ্ঠ ODI মহিলা ক্রিকেটার -সুজি বেটস
Q.10. সম্প্রতি কোন রাজ্যের কেশর [saforn] কে বর্তমানে GI ট্যাগ দেওয়া হয়েছে ?
a. Himachal Pradesh
b. Jammu and Kashmir [✓]
c. Karnataka
d. None of these
Q.11. Yes bank এর CRO পদে কাকে নিয়োগ করা হয়েছে ?
a. Neeraj Dhawan [✓]
b. Arvind Kumar Singh
c. Sameer Reddy
d. Vimal Ahuja
CRO পুরো নাম chief Risk Officer Yes bank - ২০০৪ সালে স্থাপিত হয় সদর দপ্তর - মুম্বাই MD এবং CEO - প্রশান্ত কিশোর
Q.12. কোন রাজ্য সরকার সম্প্রতি “কৃষি উদ্যোক্তাদের সুবিদার্থে ডেস্ক” স্থাপন করেছে ?
a. Haryana
b. Tripura [✓]
c. Maharashtra
d. None of these
Q.13. সম্প্রতি কোন দেশে “Commonwealth Youth Games” আপাতত স্থগিত করা রয়েছে ?
a. China
b. Japan [✓]
c. Australia
d. None of these
Q.14. এক দেশ এক রেশন কার্ড ” স্কীমে কতগুলি রাজ্যকে যোগ করা হয়েছে ?
a. 07
b. 03
c. 05 [✓]
d. None of these
Q.15.সাম্প্রতিক আমেরিকা সরকার কোন কোম্পানির পাঁচটি বিদেশি সাইট কে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে ?
a. Alibaba
b. Amazon [✓]
c. Wall-Mart
d. None of these
Current affairs in Bengali সেকসন টি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরও দেখুন
3 may 2020 current affairs
PDF file download here 👇👇👇👇👇👇👇👇👇

Pingback: Best current affairs in Bengali (pdf) - 5 May 2020 - Gkbangla