Current affairs in Bengali :16th April 2020 section এ আপনাদের কে স্বাগত জানাই। এখানে আপনি আসন্ন পরীক্ষার উপযোগী Latest Current affairs পেয়ে যাবেন।
- Daily current affairs in Bengali: get daily best current affairs for Wbcs, psc, Kolkata police and upcoming examination.
Q.1.” World art day “ কোন দিন পালিত হয়েছে?
A. 13 April
B. 15 April [✓]
C. 14 April
D. None of these
Q.2. সম্প্রতি কোন দেশ covid -19 এর ট্রিটমেন্টের জন্যে পরীক্ষামূলক ভাবে মানুষের উপর ভ্যাকসিন প্রয়োগ করেছে?
A. America
B. Italy
C. China [✓]
D. None of these
Q.3.সম্প্রতি Tata power এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ?
A. Rishav panth [✓]
B. Rohit Sharma
C.jashpreet bumrha
D.shardul Thakur
Q.4. সম্প্রতি কোন সংস্থা ‘Covid-19 Response Package’ হিসেবে ২০ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা ঘোষনা করেছে?
A. ADB [✓]
B. World Bank
C. United Nations
D. None of these
Q.5. সম্প্রতি Doug Sanders এর জীবনাবসান ঘটেছে। তিনি কি কারনে বিখ্যাত ছিলেন ?
A. Author
B. Golfer [✓]
C. Actor
D. None of these
Q.6. সম্প্রতি কোন রাজ্য সরকার বৈদ্যুতিন মাধ্যমে
“COMIC TEXT BOOKS” চালু করেছে?
A. Haryana
B. Rajasthan
C. Manipur [✓]
D. None of these
Q.7. সম্প্রতি কোন দেশ covid-১৯ এর কারনে বিশ্ব সাইকেল চালানো প্রতিযোগিতা মুলতবি রেখেছে ?
A. France [✓]
B. Japan
C. Belgium
D. None of these
Q.8. সম্প্রতি কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা [WHO] কে অনুদান প্রদান বন্ধ করেছে ?
A. America [✓]
B. China
C. India
D. Italy
Q.9. এশিয়ান বক্সিং চ্যাম্পি়নশিপের আয়োজক দেশ কোনটি ?
A. Bangladesh
B. China
C. India [✓]
D. None of these
Q.10. সম্প্রতি কোন রাজ্যে তার ৮ হাজার গ্রামে করোনা মোকাবেলায় প্রতি বাড়িতে ঘুরে স্ক্রীনিং টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে ?
A. Punjab
B. Bihar [✓]
C. Maharashtra
D. None of these
Q.11. বর্তমানে কোন রাজ্য covid -১৯ আক্রান্ত মানুষের উপর আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করলো ?
A. Kerala
B. Assam
C. West Bengal
D. Goa। [✓]
Q.12. সম্প্রতি অশোক দেশাই এর জীবনাবসান ঘটেছে। তিনি কি কারনে বিখ্যাত ছিলেন ?
A. Author
B. Economist
C. Advocate [✓]
D. None of these
Current affairs in Bengali :16th April 2020 সেকসন টি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরও দেখুন ১৫ ই এপ্রিল current affairs
Copyright © 2020. All rights reserved : gkbangla.com