Daily Current affairs in Bengali – 22th May 2020: চলুন বন্ধুরা আজকের Daily current affairs in Bengali ক্লাসে দেখে নিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি ।
যেগুলি আমাদের আসন্ন চাকরীর পরীক্ষার জন্য ভীষণ কাজে আসবে।
Q.1. কবে Anti-terrorist day পালন করা হয় ?
a. 20 May
b. 19 May
c. 21 May [✓]
d. None of these
Q.2.সম্প্রতি ক্রীড়া ক্ষেত্রে কোন পাওয়ারলিফটর কে NADA ব্যান করেছে ?
a. Savita Kumari
b. Ankit Shishodia
c. Both of the above [✓]
d. None of these
Q.3.সম্প্রতি কোন শহরে কেন্দ্র সরকার 100 % সৌরশক্তি ব্যবহার এর স্কিম চালু করেছে ?
a. Rajkot
b. Konark [✓]
c. Indore
d. None of these
Q.4.ইন্ডিয়ান স্টিল এসোসিয়েশন এর নতুন প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হয়েছে ?
a. T V Narendran
b. Dilip Oommen [✓]
c. Govind Rajulu Chintala
d. None of these
Q.5. সম্প্রতি RBI এর দ্বারা কতগুলি NBFC লাইসেন্স বাতিল করা হয় ?
a. 09
b. 14 [✓]
c. 11
d. None of these
Q.6. কোন রাজ্যে ‘মি অন্নপূর্ণা ‘ [ Mee Annapurna] উদ্যোগ চালু করা হয়েছে ?
a. Maharashtra [✓]
b. Rajasthan
c. Haryana
d. None of these
Q.7.প্যালেস্টাইন শরণার্থী দের জন্য কাজ করে যে ইউনাইটেড নেশন রিলিফ এন্ড কন্সট্রাকশন এজেন্সি তাতে ভারতবর্ষ কত মিলিয়ন ডলার এর সাহায্য করেছে ?
a. 07
b. 04
c. 02 [✓]
d. None of these
Q.8. কোন রাজ্যে ‘Didi Vehicle’ সার্ভিস চালু হয়েছে ?
a. Odisha
b. Madhya Pradesh [✓]
c. Maharashtra
d. None of these
Q.9.সম্প্রতি ভারতীয় রেলওয়ে তার প্রথম12000 HP ইলেক্ট্রিক লোকোমোটিভ চালু করার উদ্যোগ নিয়েছে ।এটি কোথায় তৈরি হয়েছে ?
a. Varanasi
b. Raebareli
c. Madhepura [✓]
d. None of these
Q.10. কোথায় SUKOON-COVID-19 বিট দা স্ট্রেস প্রোগ্রাম শুরু হয়েছে ?
a. West Bengal
b. Jammu and Kashmir [✓]
c. Andhra Pradesh
d. None of these
Q.11. World Bank গ্রুপ এর নতুন চিফ ইকোনমিস্ট কে ?
a. Carmen Reinhart [✓]
b. Nilanjan Joshi
c. Henry Bailey
d. Rima Johnson
Q.12. তৎপর প্রোগ্রাম টি কোথায় শুরু করা হয়েছে ?
a. Patna
b. Ranchi [✓]
c. Bhopal
d. None of these
Q.13. সম্প্রতি চীন সরকার রপ্তানিকৃত সামগ্রীর জন্য 80 % শুল্ক বসিয়েছে কোন দেশের উপর ?
a. India
b. USA
c. Australia [✓]
d. None of these
Q.14. সম্প্রতি ফ্লিপকার্ট ডিজিটাল মোটর ইন্সুরেন্স পলিসি অফার এর জন্য কাদের সাথে যুক্ত হয়েছে ?
a. New India Insurance
b. Bajaj Allianz [✓]
c. ICICI Lombard
d. None of these
Q.15. সম্প্রতি কোন সংস্থা ব্যবসা ও ব্যবসায়ী দের সাহায্যার্থে অনলাইন শপ এর ব্যবস্থা চালু করেছে ?
a. Google
b. Facebook [✓]
c. Twitter
d. None of these
Daily Current affairs in Bengali সেকসন টি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে দেখুন….
Daily Current affairs in Bengali – 21th May 2020
Pingback: Daily Current affairs in Bengali pdf [2020] - Gkbangla