Daily current affairs in Bengali – 30 April 2020 । নমস্কার বন্ধুরা আজ current affairs in Bengali ক্লাসে দেখে নেবো দিনের গুরুত্বপূর্ণ current affairs গুলি।
current affairs in Bengali provides you daily basis current affairs for Wbcs, SSC,psc and upcoming examination
Q.1. সম্প্রতি ভারত কার কাছ থেকে 1.5 বিলিয়ন ডলারের আর্থিক ঋণ নিতে চলেছে?
a. World Bank
b. ADB [✓]
c. UNDP
d. None of these
NOTE - ADB [ ASIAN DEVELOPMENT BANK ] প্রতিষ্ঠা - ১৯ ডিসেম্বর ১৯৬৬ সদর দপ্তর -মানিলা [ ফিলিপিন্স]
Q.2. সম্প্রতি কোন সংস্থা UVC Sanitizer তৈরি করেছে?
a. DRDO
b. IISC Bangalore
c. IIT Bhubaneswar [✓]
d. None of these
NOTE - UVC Sanitizer এটি করোনা মোকাবেলাতে ডাক্তারদের করোনা ভাইরাস আক্রান্ত পিপিপি, মাস্ক, যন্ত্রাংশ ১৫ মিনিটে শুদ্ধ করতে সাহায্য করে।
Q.3. সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠান
PRACRITI নামে একটি ওয়েব dashboard চালু করেছে?
a. IIT Mumbai
b. IIT Delhi [✓]
c. IIT Kanpur
d. None of these
NOTE-PRACRITI এই অ্যাপ টি করোনা ভাইরাস সম্পর্কে আগাম ভবিষ্যৎ বানী করতে পারে। অর্থাৎ কোন এরিয়া তে কত করোনা রোগী হতে পারে তার সাপ্তাহিক ডাটা পাওয়া যাবে।
Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার করোনা ভাইরাস মোকাবেলায় আয়ুর রক্ষা নামে একটি ডাক্তারি পরিষেবা চালু করেছে?
a. Uttarakhand
b. Kerala [✓]
c. Himachal Pradesh
d. None of these
Q.5. সম্প্রতি মারা গেছেন Troy Sneed । তিনি কি কারনে বিখ্যাত ছিলেন?
a. Journalist
b. Singer [✓]
c. Author
d. None of these
Q.6. কোন দেশ Men’s World Boxing Championship 2021 এর আয়োজন করবে?
a. Serbia [✓]
b. India
c. Sri Lanka
d. None of these
NOTE- Serbia রাজধানী - বেলগ্রেড প্রধানমন্ত্রী - অ্যালেক্সান্ডার ভুকিক রাষ্ট্রপতি -Ana Brnabic
Q.7. 11তম পিটারবার্গ জলবায়ু সম্মেলনে ভারত থেকে কে প্রতিনিধিত্ব করছেন ?
a. Dr. Harshvardhan Singh
b. Nirmala Sitharaman
c. Prakash Javadekar [✓]
d. None of these
Q.8. সম্প্রতি কোন রাজ্যের বিশ্ব বিদ্যালয়
Covid-19 এর তথ্য জানবার জন্যে CUPB নামে একটি অ্যাপ চালু করেছে ?
a. Maharashtra
b. Punjab [✓]
c. Haryana
d. None of these
Q.9. সম্প্রতি কাকে হাডকো কোম্পানির CMD হিসেবে নিযুক্ত করা হয়েছে ?
a. Prateek Mittal
b. Ajit Ghosh
c. Shiv Das Meena [✓]
d. None of these
Q.10. সম্প্রতি কোন রাজ্য সরকার “Jagananna Vidya Deevena” স্কীম চালু করেছে ?
a. Rajasthan
b. Andhra Pradesh [✓]
c. Manipur
d. None of these
Q.11. সম্প্রতি কোন ব্যাংক max Life insurance কোম্পানির ২৯% শেয়ার কিনেছে?
a. Axis Bank [✓]
b. ICICI Bank
c. HDFC Bank
d. BOB
Q.12. সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
a. BP Dharmadhikari
b. Dipankar Datta [✓]
c. N Nageshwaran
d. None of these
NOTE - বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠা - ১৪ ই জুলাই ১৮৬২ এটি মহারাস্ত্র,গোয়া রাজ্য এবং কেন্দশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি,দমন ও দিউ এর শাসন দেখাশুনা করে। বিচারপতি সংখ্যা - ৬০
Q.13. সম্প্রতি 54 বছর বয়সে মারা গেছেন ইরফান খান। তিনি কি কারনে বিখ্যাত ছিলেন?
a. Actor [✓]
b. Journalist
c. Author
d. None of these
Q.14. সম্প্রতি কোন সংস্থা লেহ ও দিল্লি তে হাইড্রোজেন জ্বালানি তেলের ব্যবহার করে বাস পরিবহন ব্যবস্থা চালু করতে চলেছে?
a. NHPC
b. NTPC [✓]
c. TATA Power
d. None of these
NOTE - NTPC পুরো নাম - ন্যাশনাল থার্মাল পাওয়ার করপরেসন লিমিটেড প্রতিষ্ঠা- ৭ ই নভেম্বর ১৯৭৫ চেয়ারম্যান - গুরদিপ সিংহ
Q.15. ‘International Dance Day’ কবে পালিত হয়?
a. 27 April
b. 29 April [✓]
c. 28 April
d. None of these
Current affairs in Bengali সেকসন টি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরও দেখুন
Pingback: 1st May 2020 Current Affairs in Bengali (pdf) - Gkbangla