Daily Current affairs in Bengali – 24th May 2020: বন্ধুরা আজকের Daily current affairs in Bengali ক্লাসে দেখে নেবো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি ।
যেগুলি আমাদের আসন্ন চাকরীর পরীক্ষার জন্য ভীষণ কাজে আসবে।
Q.1. সম্প্রতি World Turtle Day কবে পালিত হয়েছে?
a. 22 May
b. 21 May
c. 23 May [✓]
d. None of these
Q.2. সম্প্রতি কোন সংস্থা ‘OrderMe’ নামক ই কমার্স অ্যাপ টি চালু করেছে?
a. TATA
b. Reliance
c. Patanjali [✓]
d. None of these
Q.3. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে “Tour of Duty” নামে একটি নতুন প্রস্তাব পাস হয়েছে। যেখানে সাধারন মানুষ কত বছরের জন্যে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবে?
a. 05
b. 03 [✓]
c. 04
d. None of these
Q.4. সম্প্রতি FICCI অর্গানাইজেশন এর মহিলা গোষ্ঠীতে কাকে সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে?
a. Deepti Mishra
b. Jahnabi Phookan [✓]
c. Girija Garg
d. None of these
Q.5. সম্প্রতি প্রয়াত Shyamala G Bhave ছিলেন একজন বিখ্যাত________?
a. Author
b. Singer [✓]
c. Journalist
d. None of these
Q.6. সম্প্রতি কোন দেশ তাদের শেয়ার বাজার থেকে সমস্ত রকম চিনা শেয়ার মালিকানা বাতিলের বিল সংসদে পাস হয়েছে?
a. USA [✓]
b. Russia
c. Japan
d. None of these
Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘fever clinic’ চালু করেছে?
a. Odisha
b. Madhya Pradesh [✓]
c. Maharashtra
d. None of these
Q.8. Dr. Harsh Vardhan কে সম্প্রতি কোন সংস্থার Chairman of the Executive Board পদে নিযুক্ত করা হয়েছে?
a. UNESCO
b. UNICEF
c. WHO [✓]
d. None of these
Q.9. কোন রেলওয়ে জোন সম্প্রতি R-Bot নামে একটি robotic device চালু করেছে ?
a. South Coast Railway
b. South Central Railway [✓]
c. Western Railway
d. None of these
Q.10. সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) কোন ব্যাংক কে ১৫০০০ হাজার কোটি টাকার আর্থিক ঋণ অনুমোদন করেছে ?
a. EXIM Bank [✓]
b. HDFC Bank
c. Yes Bank
d. IDBI Bank
Q.11. সম্প্রতি PPE কিট উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি ?
a. China
b. India [✓]
c. USA
d. None of these
Q.12. সম্প্রতি কাকে দিল্লি ক্রেতা সুরক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে ?
a. Indu chaturvedi
b. Arvind Kumar Singh
c. Sangeeta Dhingra Sehgal [✓]
d. None of these
Q.13. সম্প্রতি মৌমাছি পালনে ( ‘beekeeping’) কেন্দ্রীয় সরকার কত কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষনা করেছে?
a. 200
b. 500 [✓]
c. 300
d. None of these
Q.14. সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত রকম স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়াম খুলে দেবার অনুমতি দিয়েছে?
a. Delhi
b. Haryana [✓]
c. Maharashtra
d. None of these
Daily Current affairs in Bengali সেকসন টি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে দেখুন….
Pingback: Best current affairs in Bengali 2020 - 21th May - Gkbangla