30+Largest in India - ভারতের মধ্যে দীর্ঘতম

30+Largest in India – ভারতের মধ্যে দীর্ঘতম 

 

30+Largest in India – ভারতের মধ্যে দীর্ঘতম
★ আজ আমরা জেনে নেব 30+Largest in India – ভারতের মধ্যে দীর্ঘতম   অজানা কিছু তথ্য যেগুলি Railway, ssc, psc, bank এর মত সরকারি চাকরির পরীক্ষাতে বিগত বছরগুলোতে এসেছে।

 

1. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি?
-উলার হ্রদ (কাশ্মীরে) ।

2. ভারতের বৃহত্তম মানুষের দ্বারা সৃষ্ট হ্রদের নাম কি ?
– নাগার্জুন সাগর।

3. ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদের নাম কি?
– চিলকা হ্রদ (ওড়িশা)

4. ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কি?
– গোবিন্দ সাগর (ভাকরা নাঙ্গাল)

5. ভারতের বৃহত্তম  রাজ্যের নাম কি?
– রাজস্থান (আয়তন)।

6. ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি?
– উত্তরপ্রদেশে,(জনসংখ্যা হিসাবে)

7. ভারতের বৃহত্তম  মরুভূমির নাম কি?
– থর (রাজস্থান)

8. ভারতের বৃহত্তম ব-দ্বীপের নাম কি ?
– সুন্দরবন।

9. ভারতের বৃহত্তম নদী যেখানে ব-দ্বীপ নেই – নর্মদা এবং তাপ্তি  নদী।

10. ভারতের বৃহত্তম  পশুমেলা কোথায়?
– শোনপুর (বিহার)।

11. ভারতের বৃহত্তম অডিটোরিয়াম টি কোথায়?
– শ্রী সনমুখ আনন্দ হল (মুম্বাই)।

12. ভারতের বৃহত্তম বাঁধের নাম কি?
– ভাকরা নাঙ্গাল ,সুতলেজ নদীর উপর (পাঞ্জাব)

13. ভারতের বৃহত্তম গুহা মন্দির কোথায় অবস্থিত?
– কৈলাশ মন্দির / ইলোরা ( মহারাষ্ট্র)|

14. ভারতের বৃহত্তম মসজিদের নাম কি?
– জামা মসজিদ (দিল্লি)।

15. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা টি কোথায় ?
– কলকাতা আলিপুর চিড়িয়াখানা।

16. ভারতের বৃহত্তম গম্বুজের নাম কি?
– গোলগম্বুজ , বিজাপুর (কর্নাটক)।

17. ভারতের বৃহত্তম  মিউজিয়ামের নাম কি?
– ইন্ডিয়ান মিউজিয়াম (কলকাতা)।

18. ভারতের বৃহত্তম সমুদ্রর উপর ব্রিজ  কোথায়?
–  আন্না ইন্দিরা গান্ধী ব্রিজ (তামিলনাড়ু)।

19. ভারতের বৃহত্তম গুহার নাম কি?
– অমরনাথ ( জম্মু ও কাশ্মীর)।

20. ভারতের বৃহত্তম গুরুদ্বার কোথায় অবস্থিত?
– স্বর্ণ মন্দির (অমৃত্সর)

21. ভারতের বৃহত্তম প্লানেটারিয়াম কোথায় অবস্থিত?
– বিড়লা প্লানেটারিয়াম (কলকাতা)।

22. ভারতের বৃহত্তম শহরের নাম কি?
– মুম্বাই(১.৬০ কোটি) জনসংখ্যা হিসেবে।

23. ভারতের বৃহত্তম  বারান্দা কোথায় অবস্থিত?
– রামেশ্বরম মন্দিরে(তামিলনাড়ু)

24. ভারতের বৃহত্তম  ঝুলন্ত সেতুর নাম কি?
– হাওড়া ব্রিজ (কলকাতা)

25. ভারতের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি?
– সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন (কলকাতা)।

26. ভারতের বৃহত্তম চার্চের নাম কি?
– সেন্ট কাঁথিড্রাল ( গোয়া)।

27. ভারতের বৃহত্তম বন্দরের নাম কি?
– মুম্বাই।

28. ভারতের বৃহত্তম নদী দ্বারা গঠিত দ্বীপের নাম কি?
– মাজুলি ব্রহ্মপুত্র নদী তে (আসাম)।

29. ভারতের বৃহত্তম বনভূমি রাজ্যের নাম কি?
– মধ্যপ্রদেশ।
30. ভারতের বৃহত্তম ব্যাংকের নাম কি?
– স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।

 

◆ Largest in India – ভারতের মধ্যে দীর্ঘতম

সম্পর্কিত তথ্য টি আপনার কেমন লেগেছে। কমেন্ট করে জানাবেন ।

আরও পড়ুন West Bengal General knowledge in Bangla

2 thoughts on “30+Largest in India – ভারতের মধ্যে দীর্ঘতম ”

Leave a Comment

Your email address will not be published.